সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জিমেইল Gmail এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

অনেকেই এখন গুগলের মেইল সেবা জিমেইল ব্যবহার করেন। অনেকে দীর্ঘদিন ই–মেইলে ঢোকা না হলে এর পাসওয়ার্ড ভুলে যান। অনেকে কিছুতেই পাসওয়ার্ড মনে করতে পারেন না। তখন মেইলে ঢোকা কঠিন। অনেকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহারের কারণে জিমেইল অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।
     Anisur Rahman Zuall
অ্যাকাউন্টে ঢুকতে যাঁরা সমস্যায় পড়েন, তাঁরা সহজেই জিমেইলের অ্যাকাউন্ট উদ্ধার করতে পারবেন। নিয়মগুলো জেনে নিন:
১. জিমেইলের লগ ইন পেজে গিয়ে ‘Forgot password?’ অপশনে ক্লিক করুন।
২. আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে ‘Try another way’ অপশনে যান।
৩. গুগল এ সময় আপনার জিমেইলের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানোর কথা বলবে।
৪. যদি আপনার ফোন কাছে না থাকে, তবে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেইলের সঙ্গে যদি বদলি কোনো মেইল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার ‘Try another way’ অপশনে যান।
৫. গুগল এখন আপনি ঢুকতে পারবেন এমন যেকোনো মেইল আইডি (ANY email ID) চাইবে। এ মেইল আইডি দেওয়া হলে গুগল তাতে কোড পাঠাবে।
৬. গুগলের ওই কোড পেলে তা নিয়ে তা নিয়ে গুগলের ডায়ালগ বক্সে দিয়ে দিন।
৭. এ প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট উদ্ধার করতে পারবেন। একবার ঢুকতে পারলে নতুন পাসওয়ার্ডযুক্ত অ্যাকাউন্ট হালনাগাদ করুন। তাতে মোবাইল নম্বর ও বদলি ই–মেইল যুক্ত করুন। আপনার পাসওয়ার্ড সহজে খুঁজে পাবেন—এমন কোনো নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে পারেন।
যদি পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা, তবে লাস্টপাসের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারে। গুগল তাদের ক্রোম ব্রাউজারেও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখার সুবিধা দেয়। অ্যাপলের ‘আইক্লাউড কিচেইন (iCloud Keychain) নামে এ ধরনের সুবিধা আছে।
বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, জিমেইলের নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ডের পাশাপাশি এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন যুক্ত করে রাখতে পারেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে সহজে অনুমান করা যায় না—এমন পাসওয়ার্ড ব্যবহার করুন।
বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, জিমেইলের নিরাপত্তার জন্য জটিল পাসওয়ার্ডের পাশাপাশি এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন যুক্ত করে রাখতে পারেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে সহজে অনুমান করা যায় না—এমন পাসওয়ার্ড ব্যবহার করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

WHAT IS FIRE RATED GYPSUM DRYWALL?

Gypsum is approximately 21 percent by weight chemically combined water which greatly contributes to its effectiveness as a fire resistive barrier. When gypsum drywall is exposed to fire, the water is slowly released as steam, effectively retarding heat transmission. Fire rated gypsum drywall is more fire resistant because it contains glass fiber reinforcement and other additives within its specially formulated gypsum core to help it hold up longer to a fire exposure. Fire  rated drywall is referred to as “Type X” and must be third-party certified by an independent testing and listing agency such as UL (Underwriters Laboratories Inc.) and ULC (Underwriters’ Laboratories of Canada) to meet the fire performance requirements prescribed in the ASTM C1396 (CAN/CSA-A82.27) Standard Specification for Gypsum Board. Types of Fire Rated Gypsum: Type X fire rated gypsum drywall that is 5/8 -inch (15.9mm) thick and installed on each side of nominal 2-inch x 4-inch (38x89mm) ...

Pipe Schedule Method for Firefighting Sprinkler System

Pipe Schedule Method for Firefighting Sprinkler System                                     Pipe Schedule Method for Firefighting Sprinkler System  The water demand for firefighting sprinkler systems shall be determined by either the pipe schedule method or the hydraulic calculation method, in this article we will discuss the pipe schedule method. What is pipe schedule system?! According to NFPA 13, Pipe Schedule System is defined as sprinkler system in which the pipe sizing is selected from a schedule that is determined by the occupancy classification and in which a given number of sprinklers are allowed to be supplied from specific sizes of pipe. Where can we use pipe schedule method?! New systems of 465 m2 or less. Additions or modifications to existing pipe schedule systems. Classification of occupancies according to hazard NFPA 13 classifies the occupa...

আপনার মনও মস্তিস্ক দিয়ে নিয়ন্ত্রন করার মতন ৮টি জবরদস্ত গ্যাজেট

আপনার মনও মস্তিস্ক দিয়ে নিয়ন্ত্রন করার মতন ৮টি জবরদস্ত গ্যাজেট এমন একটি ভবিষ্যতের কথা ভাবুন তো যেখানে আপনি আপনার মনের ক্ষমতাকে কাজে লাগিয়ে সব কিছু নিয়ন্ত্রন করতে পারেন। ব্যাপারটা আসলে আমাদেরকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা আজ সেই নতুন প্রযুক্তির ছোঁয়া পেয়েছি। এই টিউনে আপনাদেরকে ৮ টি বিদ্যমান গ্যাজেটের সাথে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করবো যা আপনার মস্তিস্কের কমান্ডের মাধ্যমে আপনার বাস্তব জীবনের কাজগুলোকে সম্পূর্ণ করবে। তাহলে চলুন এই আকর্ষণীয় বিষয়গুলোকে আরও উৎঘাটনের জন্য মেইন বিষয়গুলো আলোকপাত করা যাক। ১. Emotiv EPOC আমরা ও আপনারা সবাই তো সবাই কম্পিউটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে "মাউস" ও "কীবোর্ড" এর উপর নির্ভরশীল। এমন যদি হত যেমন আপনার মনকে কাজে লাগিয়ে সেই একই কাজ করতে পারছেন? হ্যাঁ নিউরো-টেকনলোজির কল্যাণে আজ তা সম্ভব। আর সে অসবভব কে সম্ভব করেছে  EPOC  । এটি একটি উচ্চ রেজল্যুশন ও অনেকগুলো চ্যানেলের সমন্বয়ে তারবিহীন নিউরোহেডসেট। এতে রয়েছে ১৪টি সেন্সর ও দুটি ইলেক্ট্রিক সিগনাল যা বাস্তব সময়ের ব্যবহারকারীর চিন্তা, অনুভূতি এ...