প্রস্তাবিত BNBC-এর Fire Protection Part-4 এর নিম্নোক্ত দিকগুলো অগ্নি নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।
প্রস্তাবিত BNBC-এর Fire Protection Part-4 এর নিম্নোক্ত দিকগুলো অগ্নি নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।
১) প্রস্তাবিত BNBC- তে প্রায় অধিকাংশ ভবনে Fire Hydrant or Fire Extinguisher স্থাপন উল্লেখ করা হয়েছে । প্রকৃতপক্ষে এই দুটো ব্যবস্থার একটি অন্যটির অলটারনেটিভ হতে পারে না, উভয় ব্যবস্থাই প্রয়োজন । or এর স্থলে and হওয়া অত্যাবশ্যক ।
২) BNBC- তে ৮০ মিটার (প্রায় ২৬ তলা) পর্যন্ত উচ্চ কোন বাণিজ্যিক ভবন (Occupancy E: Business) এর স্থায়ী অগ্নি নির্বাপণ বাবস্থা যথা- ফায়ার হাইড্রেন্ট তথা- ফায়ার পাম্প, জলাধারঃ ইত্যাদি কিছুই লাগবে না, শুধু ফায়ার এক্সক্টিংগুইশার ব্যবহার করলেই চলবে ।
৩) সর্বক্ষেত্রে অগ্নি বিপদ সতর্কীকরণের জন্য ম্যানুয়েল ফায়ার এর্লাম সিস্টেমের প্রস্তাব করা হয়েছে, যা ধোয়া বা আগুনের সময় স্বয়ংক্রিয়ভাবে কোন পূর্ব সতর্কতা সংকেত দিতে পারবে না । এতে ব্যাপক প্রাণহানি ঘটবে ।
৪) অগ্নি প্রতিরোধের ক্ষেত্রে স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম প্রায় সর্বক্ষেত্রে পরিহার করা হয়েছে ।
৫) একতলা বিশিষ্ট কোন কারখানা- তা যত বড়ই হোক তার জন্য কোন ফায়ার সেফটি প্ল্যান লাগবে না । উল্লেখ্য আমাদের অধিকাংশ শেড বিল্ডিং এর কারখানা ১ তলা বিশিষ্ট।
২) BNBC- তে ৮০ মিটার (প্রায় ২৬ তলা) পর্যন্ত উচ্চ কোন বাণিজ্যিক ভবন (Occupancy E: Business) এর স্থায়ী অগ্নি নির্বাপণ বাবস্থা যথা- ফায়ার হাইড্রেন্ট তথা- ফায়ার পাম্প, জলাধারঃ ইত্যাদি কিছুই লাগবে না, শুধু ফায়ার এক্সক্টিংগুইশার ব্যবহার করলেই চলবে ।
৩) সর্বক্ষেত্রে অগ্নি বিপদ সতর্কীকরণের জন্য ম্যানুয়েল ফায়ার এর্লাম সিস্টেমের প্রস্তাব করা হয়েছে, যা ধোয়া বা আগুনের সময় স্বয়ংক্রিয়ভাবে কোন পূর্ব সতর্কতা সংকেত দিতে পারবে না । এতে ব্যাপক প্রাণহানি ঘটবে ।
৪) অগ্নি প্রতিরোধের ক্ষেত্রে স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম প্রায় সর্বক্ষেত্রে পরিহার করা হয়েছে ।
৫) একতলা বিশিষ্ট কোন কারখানা- তা যত বড়ই হোক তার জন্য কোন ফায়ার সেফটি প্ল্যান লাগবে না । উল্লেখ্য আমাদের অধিকাংশ শেড বিল্ডিং এর কারখানা ১ তলা বিশিষ্ট।
উপরোক্ত সবগুলো প্রস্তাবনা আন্তর্জাতিক অগ্নি আইন এর পরিপন্থি।
উপরোন্ত মাননীয়া প্রধানমন্ত্রী যেখানে ভবনের নিজস্ব অগ্নি প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন, সেখানে প্রস্তাবিত BNBC-তে অধিকাংশ ক্ষেত্রে ভবনে অগ্নি নিরাপত্তার জন্য স্থায়ী ব্যবস্থা বিলুপ্ত/অপশনাল করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন