সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।


নির্দেশনাগুলো হলো-
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

WHAT IS FIRE RATED GYPSUM DRYWALL?

Gypsum is approximately 21 percent by weight chemically combined water which greatly contributes to its effectiveness as a fire resistive barrier. When gypsum drywall is exposed to fire, the water is slowly released as steam, effectively retarding heat transmission. Fire rated gypsum drywall is more fire resistant because it contains glass fiber reinforcement and other additives within its specially formulated gypsum core to help it hold up longer to a fire exposure. Fire  rated drywall is referred to as “Type X” and must be third-party certified by an independent testing and listing agency such as UL (Underwriters Laboratories Inc.) and ULC (Underwriters’ Laboratories of Canada) to meet the fire performance requirements prescribed in the ASTM C1396 (CAN/CSA-A82.27) Standard Specification for Gypsum Board. Types of Fire Rated Gypsum: Type X fire rated gypsum drywall that is 5/8 -inch (15.9mm) thick and installed on each side of nominal 2-inch x 4-inch (38x89mm) wood

Pipe Schedule Method for Firefighting Sprinkler System

Pipe Schedule Method for Firefighting Sprinkler System                                     Pipe Schedule Method for Firefighting Sprinkler System  The water demand for firefighting sprinkler systems shall be determined by either the pipe schedule method or the hydraulic calculation method, in this article we will discuss the pipe schedule method. What is pipe schedule system?! According to NFPA 13, Pipe Schedule System is defined as sprinkler system in which the pipe sizing is selected from a schedule that is determined by the occupancy classification and in which a given number of sprinklers are allowed to be supplied from specific sizes of pipe. Where can we use pipe schedule method?! New systems of 465 m2 or less. Additions or modifications to existing pipe schedule systems. Classification of occupancies according to hazard NFPA 13 classifies the occupancies according to the quantity and combustibility of contents, the expected rates of heat rel

Fire Fighting Systems and Equipment in Buildings

General Fire Fighting Equipment Fire fighting systems and equipment vary depending on the age, size, use and type of building construction. A building may contain some or all of the following features: fire extinguishers fire hose reels fire hydrant systems automatic sprinkler systems. Fire extinguishers Fire extinguishers are provided for a 'first attack' fire fighting measure, generally undertaken by the occupants of the building before the fire service arrives. It is important that occupants are familiar with which extinguisher type to use on which fire. Most fires start as a small fire and may be extinguished if the correct type and amount of extinguishing agent is applied whilst the fire is small and controllable. The principle fire extinguisher types currently available include: Extinguishing Agent     Principle Use Water wood and paper fires - not electrical Foam flammable liquid fires - not electrical Carbon dioxide electrical fires Dry Che