সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

An assembly of fittings, pipe, flexible pipe, and/or couplings that permits movement in all directions to accommodate seismic differential movement across building seismic separation joints.

# Definition An assembly of fittings, pipe, flexible pipe, and/or couplings that permits movement in all directions to accommodate seismic differential movement across building seismic separation joints. Seismic separation assemblies include traditional assemblies as shown in Figure (1) and seismic loops as shown in Figure (2). Seismic separation assembly according to NFPA 13 -2019 edition Figure (1) Seismic separation assembly according to NFPA 13 -2019 edition Figure (2) The extent of permitted movement should be sufficient to accommodate calculated differential motions during earthquakes. In lieu of calculations, permitted movement can be made at least twice the actual separations, at right angles to the separation as well as parallel to it. # General_requirements An approved seismic separation assembly shall be installed where sprinkler piping, regardless of size, crosses building seismic separation joints at ground level and above. Seismic separation assemblie...

বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ২০টি জরুরি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনাগুলো হলো- ১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। ২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। ৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান। ৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান। ৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে। ৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে। ৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। ৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে। ৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন। ১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। ১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। ১২....

প্রস্তাবিত BNBC-এর Fire Protection Part-4 এর নিম্নোক্ত দিকগুলো অগ্নি নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।

প্রস্তাবিত BNBC-এর Fire Protection Part-4 এর নিম্নোক্ত দিকগুলো অগ্নি নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ । ১) প্রস্তাবিত BNBC- তে প্রায় অধিকাংশ ভবনে Fire Hydrant or Fire Extinguisher স্থাপন উল্লেখ করা হয়েছে । প্রকৃতপক্ষে এই দুটো ব্যবস্থার একটি অন্যটির অলটারনেটিভ হতে পারে না, উভয় ব্যবস্থাই প্রয়োজন । or এর স্থলে and হওয়া অত্যাবশ্যক । ২) BNBC- তে ৮০ মিটার (প্রায় ২৬ তলা) পর্যন্ত উচ্চ কোন বাণিজ্যিক ভবন (Occupancy E: Business) এর স্থায়ী অগ্নি নির্বাপণ বাবস্থা যথা- ফায়ার হাইড্রেন্ট ত থা- ফায়ার পাম্প, জলাধারঃ ইত্যাদি কিছুই লাগবে না, শুধু ফায়ার এক্সক্টিংগুইশার ব্যবহার করলেই চলবে । ৩) সর্বক্ষেত্রে অগ্নি বিপদ সতর্কীকরণের জন্য ম্যানুয়েল ফায়ার এর্লাম সিস্টেমের প্রস্তাব করা হয়েছে, যা ধোয়া বা আগুনের সময় স্বয়ংক্রিয়ভাবে কোন পূর্ব সতর্কতা সংকেত দিতে পারবে না । এতে ব্যাপক প্রাণহানি ঘটবে । ৪) অগ্নি প্রতিরোধের ক্ষেত্রে স্বয়ংক্রিয় স্প্রিংকলার সিস্টেম প্রায় সর্বক্ষেত্রে পরিহার করা হয়েছে । ৫) একতলা বিশিষ্ট কোন কারখানা- তা যত বড়ই হোক তার জন্য কোন ফায়ার সেফটি প্ল্যান লাগবে না । উল্লেখ্য আমাদের অধিকাংশ শেড...

🎉🎉 Happy Birthday Internet 🎉🎉.

IT BEGAN – some would say, as it meant to go on – with an error message. Late on the evening of 29 October 1969 , student programmer Charles Kline  attempted to send some text  from a computer at the University of California, Los Angeles (UCLA), to another at the Stanford Research Institute, more than 500 kilometres up the Californian coast. “LOGIN”, it was supposed to say. Kline got as far as “LO” before the system crashed. The full message was resent an hour later. What would eventually morph into the largest communications network in human history had made its debut:  the internet . It is fair to say that no one there quite appreciated the full scope of what had happened. “We knew we were creating an important new technology that we expected would be of use to a segment of the population, but we had no idea how truly momentous an event it was,” Leonard Kleinrock, Kline’s supervisor, later said. Fifty years on, we are still only just beginning to come to t...

জিমেইল Gmail এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

অনেকেই এখন গুগলের মেইল সেবা জিমেইল ব্যবহার করেন। অনেকে দীর্ঘদিন ই–মেইলে ঢোকা না হলে এর পাসওয়ার্ড ভুলে যান। অনেকে কিছুতেই পাসওয়ার্ড মনে করতে পারেন না। তখন মেইলে ঢোকা কঠিন। অনেকের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহারের কারণে জিমেইল অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।      Anisur Rahman Zuall অ্যাকাউন্টে ঢুকতে যাঁরা সমস্যায় পড়েন, তাঁরা সহজেই জিমেইলের অ্যাকাউন্ট উদ্ধার করতে পারবেন। নিয়মগুলো জেনে নিন: ১. জিমেইলের লগ ইন পেজে গিয়ে ‘ Forgot password? ’ অপশনে ক্লিক করুন। ২. আপনার যদি জিমেইলে বর্তমানে ব্যবহৃত পাসওয়ার্ড মনে না থাকে, তবে আগে ব্যবহার করা পাসওয়ার্ড দিন। যদি তাও মনে না থাকে, তবে ‘Try another way’ অপশনে যান। ৩. গুগল এ সময় আপনার জিমেইলের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানোর কথা বলবে। ৪. যদি আপনার ফোন কাছে না থাকে, তবে জিমেইল খোলার সময় যে বদলি মেইল অ্যাড্রেস দিয়েছিলেন, গুগল সেখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনার জিমেইলের সঙ্গে যদি বদলি কোনো মেইল অ্যাকাউন্ট যুক্ত করা না থাকে, তবে আবার ‘Try another way’ অ...