আর সেই দিন খুব বেশি দূরে নেই,যেখানে GPA 3.8 - 4 out of 4 পাওয়া শিক্ষার্থীদের থেকে GPA 3.0 - 3.2 পাওয়া শিক্ষার্থীদের জনপ্রিয়তা বাড়বে। আসলে বাস্তবতা হচ্ছে কোন একটা বিষয়ে ভালো হতে গেলে অন্যগুলোতে ছাড় দিতেই হয়। ছাত্রজীবন খুব গুরুত্বপূর্ণ একটা সময়। সার্টিফিকেটে একটা ভালো স্কোর, এডমিশন টেস্টের জন্য নির্ঘূম রাত, জব প্রিপারেশনের জন্য নাওয়া খাওয়া ভুলে যাওয়া এগুলোর ফলাফল হিসেবে যে সফলতা গুলো আসে, একটু হিসেব কষলে দেখা যায় প্ররিশ্রমের তুলনায় প্রাপ্তি অনেক সামান্য হয়। আর এটাই আমাদের দেশে দুর্নীতির অন্যতম কারণ। একবার ভেবে দেখুন তো দুইটা ছেলে একই ভার্সিটিতে পড়ে একজন লেখাপড়ার বাইরে আর কিছু চিন্তা করে না অন্যজন বিভিন্ন ধরণের সহযোগী কর্মকান্ড যেমন উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করা, সফটওয়্যার বা ওয়েব ডেভলেপমেন্ট অথবা গ্রাফিক্স নিয়ে কাজ করা, মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা রাখে , নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে চিন্তা করে , টেকনোলজি বিষয়ক বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহন করে, সোস্যাল মিডিয়াতে বেশ পরিচিত এবং টেকনোলজি ছড়িয়ে দিতে কাজ করে । প্রথম জনের CGPA 3.75 ২য় জনের CGPA 3.2 , আপনি বলেন তো আপনার প্রতিষ্ঠানে আপনি কাকে...
Engineer For Industrial Automation, Fire Detection & Protection System and All Safety Security Consultant For Your Requirement.