সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রাইভেট জবে অভিজ্ঞতা কেন চায়?

প্রাইভেট জবে অভিজ্ঞতা কেন চায়? ১) আমাদের ইঞ্জিনিয়ারিং/সাধারন শিক্ষাব্যবস্থায় কাজ শেখার চেয়ে থিউরি পড়ে ভাল রেজাল্টধারীর সংখ্যাই বেশি। আন্যন্ন শিক্ষাব্যবস্থার মত টেকনিক্যাল শিক্ষাও ক্লাস এবং পরীক্ষা নির্ভর। বর্তমানে শিক্ষাক্ষেত্রে যেসকল প্রযুক্তি এবং যন্ত্রপাতী ব্যবহৃত হয়, তার কিছুই নেই আমাদের কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা পলিটেকনিক গুলোতে। পাঠ্যবইয়ে যে সকল  ব্যবহারিক আছে, কাজ শেখার জন্য এইসব  কিছুই না।ইঞ্জিনিয়ারিং পাস করে আমরা বের হই  কিছু বই পড়েই। বাস্তব কাজ কিছুই পারিনা। ছাত্রাবস্থায় ব্যবহারিক কাজ শেখার জন্য ট্রেনিং সেন্টারে যেতে হয়।কেন ইন্সটিটিউট হতে ৪বছরে শেখার সুযোগ হয়না। ২) ছাত্রজীবনে আমরা চলি রাজপুত্রের মতকরে। অনেক শিক্ষক আন্তরিক থাকলেও, ছাত্রছাত্রীদের অনাগ্রহের কারনে অল্পদিনেই শেখানোর আগ্রহ হারিয়ে ফেলেন। আবার আমরাই পাস করে বের হয়ে প্রতিষ্ঠানকে দোষারোপ করি। একজন ইঞ্জিনিয়ার হিসেবে নুন্যতম কাজ না শিখে, শুধু সার্টিফিকেট নিয়ে বের হই। ৩) আমাদের কারিকুলামে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকার পরেও ছাত্রশিক্ষক উভয়ের অবহেলার কারনে অজানাই থেকে যায়। ব্যক্তিগত স্কিল বাড়াতে কমিউনিকেশানের...