স্রোতে গা ভাসিয়ে দিবে না। স্রোত তোমাকে তোমার না, স্রোতের গন্তব্যে নিয়ে পৌঁছাবে। মেঘে চোখ ভাসিয়ে দিবে না। চোখ ভাসিয়ে দিলে মেঘ তোমাকে মধ্য আকাশ থেকে কিনারায় নিয়ে ছাড়বে। তোমাকে বুঝতে হবে তুমি কী চাও এবং সেইভাবে বুক চিতিয়ে বাঁচাটা শিখতে হবে। নদীর পানি যখন দখিন দিকে বয়ে যায় তখন সমস্ত নদীর জল দলবদ্ধ ভাবে দখিন দিকেই যায়। যে বিন্দু জল উত্তরে যেতে চেয়েছিল তাকেও জলের স্রোতে দখিনেই ভেসে যেতে হয়েছে। এক বিন্দু জল সবাইকে উপেক্ষা করে স্রোতের বিপরীতে উত্তরে যেতে পারে না; মানুষও পারে না। আবার কেউ কেউ পারে। তোমাকে ' সব মানুষ' না হয়ে একটা দুটা দৃষ্টান্ত সৃষ্টিকারী মানুষ হতে হবে। তোমার আশে পাশের মানুষ যেভাবে চিন্তা করছে, কথা বলছে, কাজ করছে তাদের সাথে গা ভাসিয়ে দিয়ে না; তুমি তোমার সুন্দর চিন্তাটাকে এমনভাবে প্রতিষ্ঠিত কর যেটা একদিন সবাইকে চিন্তায় ফেলে দিবে। তুমি এমন একটা কিছু কর যেটা একদিন স্রোত সৃষ্টি করবে। বেশিরভাগ মানুষের স্বপ্ন পাতার বাসার মত অনেক সুন্দর হয় যদিও এর ভিত্তিটা দুর্বল থাকে। সামান্য বাতাসে ছাউনি উড়ে যায় ; দু ফোঁটা বৃষ্টিতে ঘর বন্যায় ডুবে যায়। চারপাশ নিয়ন্ত্রণ করতে চাইলে ত...
Engineer For Industrial Automation, Fire Detection & Protection System and All Safety Security Consultant For Your Requirement.